রাত পোহালেই মহালয়া, বৃষ্টিতে ভিজেই কি তর্পণ করতে হবে? জানুন আবহাওয়ার খবর

রাত পোহালেই মহালয়া। অর্থাৎ পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা। মহালয়ার সকালে তর্পণ করেন অনেকে। পূর্ব পুরুষদের উদ্দেশ্যে জল দান করার রীতি রয়েছে এদিন। গঙ্গার ঘাটে উপচে পড়ে ভিড়। কিন্তু এই বছর তর্পণ করতে গিয়ে কি বৃষ্টিতে ভিজতে হবে? আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, রবিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্র-বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে।

উত্তরবঙ্গের কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবারও বিকেলের দিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বজ্র-বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে পুজোর সময় আবহাওয়া কেমন থাকবে তা জানাতে পারেনি হাওয়া অফিস।

গত মাসে পরপর দুবার নিম্নচাপের জেরে বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। এরপরেই প্রশ্ন ওঠে তবে কি এই বছর বৃষ্টিতে ভিজেই পুজোর সময় আনন্দ করতে হবে রাজ্যবাসীকে। কিন্তু এই বিষয়ে এখনই কিছু বলতে পারছে হাওয়া অফিস।

Comments are closed.