সিপিএম থেকে বহিষ্কারই করা হল প্রাক্তন সাংসদ মইনুল হাসানকে।

বৃহস্পতিবারই thebengalstory.com এ প্রকাশিত হয়েছিল, শুক্রবার সরকারিভাবে প্রাক্তন সাংসদ মইনুল হাসানকে বহিষ্কার করবে সিপিএম। সেই ঘটনাই ঘটল দুদিনের সিপিএমের রাজ্য কমিটির মিটিংয়ে। শুক্রবার রাজ্য কমিটির মিটিংয়ে সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র জানিয়ে দিলেন, তদন্ত কমিশনের রিপোর্টের পরিপ্রেক্ষিতে মইনুল হাসানকে দুর্নীতির অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ উঠেছিল তাও এদিন মিটিংয়ে পেশ করেন সিপিএম রাজ্য সম্পাদক।
বৃহস্পতিবার মিটিংয়ের শুরুতে সূর্যকান্ত মিশ্র প্রাক্তন সাংসদ মইনুল হাসানের বিরুদ্ধে তদন্ত কমিশনের রিপোর্টের কথা প্রস্তাব আকারে পেশ করেন। শুক্রবার তিনি জানান, গত বেশ কিছু বছর ধরে মইনুল হাসানের বিরুদ্ধে একাধিক জমি এবং সম্পত্তি কেনা-বেচার অভিযোগ এসেছে। তদন্ত করে তার সত্যতার প্রমানও মিলেছে। সেই কারণেই তাঁকে এ বছর মার্চ মাসে রাজ্য কমিটি থেকে বাদ দেওয়া হয়। তারপরেও এই প্রাক্তন সাংসদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা পার্টি নেয়নি। কিন্তু সম্প্রতি মইনুল প্রকাশ্যে একাধিক মন্তব্য করেন, যা দলবিরোধী বলেই মনে করে আলিমুদ্দিন স্ট্রিট। সেই কারণেই পার্টি তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আনে এবং মইনুলকে দল থেকে বহিষ্কার করে।

Leave A Reply

Your email address will not be published.