গান্ধী পরিবার ঘনিষ্ঠ খড়্গে-ই কংগ্রেসের নতুন সভাপতি; ২৪ বছর পর হাত শিবিরের শীর্ষে ‘অ-গান্ধী’ নেতৃত্ব 

লড়াইয়ে দাঁড়াতেই পারলেন না শশী থারুর। কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচিত হলেন বর্ষীয়ান রাজনীতিক মল্লিকার্জুন খড়্গে। ২৪ বছর পর কংগ্রেসের শীর্ষ আসনে গান্ধী পরিবারের বাইরের কেউ। যদিও মল্লিকার্জুন খড়্গে  গান্ধী পরবারের ঘনিষ্ঠ বলেই পরিচিত। 

সভাপতি নির্বাচনে খড়্গের থেকে বিপুল ভোটে পিছিয়ে রইলেন শশী থারুর। খড়্গে  পেয়েছেন ৭ হাজার ৮৯৭টি ভোট। যেখানে থারুরের ঝুলিতে ১০৭২টি ভোট। কংগ্রেসের সেন্ট্রাল ইলেকশন অথরিটি বলছে, সভাপতি নির্বাচনে মোট ভোট পড়েছে ৯৩১৫টি। যার মধ্যে বেশ কিছু ভোট বাতিলও হয়েছে। 

সেই ১৯৯৮ সালের পর কংগ্রেসের সভাপতির ব্যাটন গেল গান্ধী পরিবারের বাইরের কারোর হাতে। যদিও রাজনীতির কারবারিদের মতে, খড়্গে  সোনিয়া গান্ধী ঘনিষ্ঠ। ভোটের আগেই এক প্রকার ফলাফল ঠিক ছিল। সেদিক থেকে খড়্গে নির্বাচিত হওয়ায় দলের রাস গান্ধী পরিবারের হাতেই থাকবে। 

Comments are closed.