আন্দোলনের নামে ব্যাগে বোমা-বন্দুক আনব! এ আবার কী!, পুলিশ চাইলে গুলি চালাতে পারত: মমতা 

বিজেপির নবান্ন অভিযান নিয়ে ফের তীব্র আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী। বুধবার মেদিনীপুরের প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, আন্দলনের নামে বিজেপি ট্রেন ভাড়া করে বাইরে থেকে গুন্ডা এনেছিল। পুলিশ চাইলে গুলি চালাতে পারত। কিন্তু সংযত ভাবে পুরোটাকে নিয়ন্ত্রণ করেছে। 

নবান্ন অভিযানে কয়েকজন পুলিশ কর্তাও আহত হয়েছেন। হাসপাতালে ভর্তি রয়েছেন কলকাতা পুলিশের এসপি দেবজিৎ চ্যাটার্জি। এ প্রসঙ্গে বলতে গিয়েই মুখ্যমন্ত্রী জানান, ওই পুলিশ কর্তার সঙ্গে কথা হয়েছে। তাঁর অস্ত্রপচার হবে। 

তৃণমূল নেত্রীর কথায়, গণতান্ত্রিক পদ্ধতিতে সবার আন্দোলনের অধিকার রয়েছে। কিন্তু আন্দলনের নামে ট্রেন ভাড়া করে বহিরাগত  গুন্ডা আনবে, ব্যাগে করে বোমা-বন্দুক আনবে এ আবার কী? এদিন মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, বিজেপির নবান্ন অভিযানের ফলে ব্যবসার বিপুল ক্ষতি হয়েছে। পুজোর আগে হাওড়ার মঙ্গলাহাট, বড়বাজার বন্ধ থাকায় ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়েছে। 

একই সঙ্গে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, পুলিশের গাড়িতে আগুন দেওয়া বা সরকারি সম্পত্তি নষ্টের মতো কাজ যাঁরা করেছেন, তাঁদের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। 

Comments are closed.