কালকে তো প্রায় সরকারটাই পড়ে যাচ্ছিল; আদানি বিতর্কে কেন্দ্রকে তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রীর

আদানি ইস্যুতে সরগরম গোটা দেশ। বাজেটে অধিবেশনে শুরুর দিন থেকেই হিন্ডেন বার্গের রিপোর্টকে হাতিয়ার করে মোদী সরকারকে কোণঠাসা করতে প্রস্তুতি নিচ্ছে বিরোধীরা। এই পরিস্থিতিতে শিয়ার মার্কেটে ধস প্রসঙ্গে কেন্দ্রকে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রীর কটাক্ষ,বাজেট পেশের  দিনই শেয়ার বাজারে ধস। কালকেই তো প্রায় সরকার পড়ে যাচ্ছিল। মুখ্যমন্ত্রীর কথায়, আমার কাছে খবর আছে। শেয়ার মার্কেটে ধস সামলাতে কাউকে ২০ হাজার কোটি, কাউকে ফোন করে ৩০ হাজার কোটি টাকা দিতে বলা হয়েছে। ৬-৮ জনকে ফোন করা হয়েছিল। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর খোঁচা, এভাবে সরকার চলে? এ সরকারের কোনও পরিকল্পনাই নেই। 

হিন্ডেন বার্গের রিপোর্ট জেরে শেয়ার বাজারে বিপর্যয়ের মুখে পড়েছে আদানি গোষ্ঠী। পরিস্থিতির সামাল দিতে কেন্দ্রীয় বাজেট পেশের দিনই বাজারে নতুন শেয়ার ছাড়ার প্রক্রিয়া বন্ধ করেছে আদানি গোষ্ঠী। সংস্থারর তরফে জানানো হয়েছে, ২০ হাজার কোটি টাকার যে এফপিও ছাড়ার ঘোষণা করা হয়েছিল, তা আপাতত স্থগিত রাখা হচ্ছে। ইতিমধ্যেই ওই এফপিও-তে যাঁরা লগ্নি করেছেন তাঁদের টাকা ফিরিয়ে দেওয়া হবে জানিয়েছে আদানিরা। এর জেরে শেয়ার মার্কেটে আদানি গোষ্ঠীর শেয়ারের পতন জারি রয়েছে। এই পরিস্থিতিতে বর্ধমানের সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠান মঞ্চ থেকে মোদী সরকারকে তুলোধোনা করলেন মুখ্যমন্ত্রী।  

উল্লেখ্য, আমেরিকার লগ্নি সংক্রন্ত সংস্থা  হিন্ডেন বার্গ সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করে দাবি করেছে, শেয়ারে কারচুপি করেছে আদানি গোষ্ঠী। সংস্থাটির চাঞ্চল্যকর দাবি, কারচুপি করে শেয়ারের দর বাড়িয়ে কৃত্রিমভাবে ধনী হয়েছে আদানি গ্রুপ। এই রিপোর্ট প্রকাশ্যে আসা পরেই আদানি গোষ্ঠীর শেয়ারে ব্যাপক ধস নেমেছে। 

Comments are closed.