দাঙ্গায় উস্কানি, হিন্দুত্ববাদে আঘাত, মমতার বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ বিজেপি

বৃহস্পতিবার মমতা ব্যানার্জির বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে কমিশনকে নালিশ জানাল বিজেপি

বারবার হিন্দু ধর্মের অপমান করছেন। শুধু অপমান নয়, হিন্দুত্ববাদে আঘাত করছেন তৃণমূল নেত্রী। যার ফল সাম্প্রদায়িক দাঙ্গা। বৃহস্পতিবার মমতা ব্যানার্জির বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে কমিশনকে নালিশ জানাল বিজেপি।
বুধবার মেদিনীপুরের সভায় মমতা বিজেপিকে বহিরাগত গুন্ডা বলে আক্রমণ শানিয়েছিলেন। শুধু তাই নয়, বহিরাগত গুন্ডাদের বর্ণনা দিয়ে তৃণমূল নেত্রী বলেন, বহিরাগত গুন্ডাদের গায়ে গেরুয়া বস্ত্র, কপালে টিকা, মুখে পান মশলা।
এই মন্তব্যকে আপত্তিকর বলে মনে করছে বিজেপি। এদিন মমতা ব্যানার্জির সভার একটি ভিডিও ক্লিপ সহ রাজ্য বিজেপির পক্ষ থেকে অর্জুন সিংহ, শিশির বাজোরিয়ারা লিখিত অভিযোগ জমা দেন নির্বাচন কমিশনের দফতরে।
বিজেপির দাবি, মমতা ব্যানার্জিকে সমস্ত প্রচার থেকে নিষিদ্ধ করতে হবে এবং তাঁর শাস্তির ব্যবস্থা করতে হবে। তৃণমূল অবশ্য বিজেপির অভিযোগকে গুরুত্ব দিচ্ছে না। তৃণমূলের দাবি, বিজেপি প্রথমে মমতা ব্যানার্জির পায়ে আঘাত করে তাঁকে ঘরে ঢুকিয়ে দিতে চেয়েছিল। কিন্তু মমতা হুইল চেয়ারেই দৈনিক ৩ টি করে সভা করছেন। তাই মরিয়া হয়ে এবার উলটোপালটা অভিযোগ এনে মমতাকে প্রচার থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।

Comments are closed.