টেবিলে টাকার বান্ডিল! ভাইরাল ভিডিও নিয়ে জাভেদ খানের বিরুদ্ধে কমিশনে সিপিএম

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় যাতে দেখা যাচ্ছে একটি টেবিলের উপর রাখা থরে থরে টাকার বান্ডিল। সিপিএমের দাবি ভিডিওর ব্যক্তি কসবার তৃণমূল প্রার্থী জাভেদ খানের অনুগামী। ভিডিও ভাইরাল হওয়ার পর শুরু হয়েছে হইচই। সিপিএমের অভিযোগ তৃণমূল প্রার্থী টাকা বিলি করে ভোট কেনার চেষ্টা করছেন। বাম নেতৃত্ব জানিয়েছে, ভিডিওটি নিয়ে কমিশনে অভিযোগ জানিয়েছেন।
কসবার সিপিএম প্রার্থী শতরূপ ঘোষ বলেন, নির্বাচন কমিশন যেখানে ঘোষণা করেছে ভোটের কাজে প্রার্থীরা নগদ টাকা ব্যবহার করতে পারবেন না, সেখানে তৃণমূল প্রার্থীর কাছে এত নগদ টাকা এল কোথা থেকে?

[আরও পড়ুন- বিজেপির খেলা শেষ, হাওয়া বুঝেই ওয়াকওভার, বাঘমুন্ডি থেকে তোপ দাগলেন অভিষেক ব্যানার্জি]

প্রায় প্রতিটি জনসভা থেকে মমতা ব্যানার্জি অভিযোগ তুলছেন, বিজেপি টাকা বিলি করে ভোট কিনে নিতে চাইছে। তিনি ঘোষণা করেন, টাকা বিলি করার কোনও ঘটনা হাতেনাতে ধরিয়ে দিতে পারলে পুরষ্কার হিসেবে মিলবে চাকরি।
তৃণমূল প্রার্থী জাভেদ খান এই গোটা বিষয়টাকেই ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর অভিযোগ, কেউ ভিডিওটি বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে।

Comments are closed.