মল্লিকার্জুন খার্গেকে জোটের মুখ করা হোক; প্রস্তাব তৃণমূল নেত্রীর 

কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গেকে ইন্ডিয়া জোটের মুখ করা হোক। দিল্লিতে জোটের বৈঠকে এমনটাই প্রস্তাব দিলেন তৃণমূল সুপ্রিম মমতা ব্যানার্জি। 

মঙ্গলবার ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠক ছিল। এই বৈঠকে শরিক দলগুলোর মধ্যে আসন সমঝতা নিয়ে আলোচনা হওয়ার কথা। আর এদিনের এই বৈঠকেই মল্লিকার্জুন খার্গের নাম প্রস্তাব করে কার্যত চমক দিয়েছেন মুখ্যমন্ত্রী। 

তৃণমূলের একাংশের জোটের মুখ হিসেবে মমতা ব্যানার্জির নাম করা হয়েছিল। এদিকে রাহুল গান্ধীকে নিয়েও আলোচনা চলছিল। এর মাঝেই এদিন বৈঠক থেকে খোদ মমতা ব্যানার্জি বর্ষীয়ান কংগ্রেস নেতার নাম প্রস্তাব করেন। সূত্রের খবর, এদিন তৃণমূল নেত্রী বলেন, মল্লিকার্জুন খার্গে দীর্ঘদিনের রাজনীতিবিদ। সংসদীয় রাজনীতিতে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা। কেন্দ্রের মন্ত্রীও ছিলেন তিনি। বর্তমানে রাজ্যসভার বিরোধী দলনেতা তিনি। তাঁকেই প্রধানমন্ত্রী মুখ করা হোক। 

Comments are closed.