সাংসদ পদ খারিজ করে দেওয়া হল, আমি স্তম্ভিত! মহুয়ার পাশে দাঁড়িয়ে বার্তা মমতার

শুক্রবার লোকসভায় ধ্বনি ভোটে মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ হয়ে যায়। আর যা নিয়ে এবার ক্ষোভ উগরে দিলেন তৃণমূল নেত্রী। সেই সঙ্গে দল যে মহুয়া মৈত্রের পাশে রয়েছে, ফের একবার তা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। 

তৃণমূল সাংসদের পাশে থাকার বার্তা দিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, মহুয়া মৈত্রের বিষয় নিয়ে আমাদের ইন্ডিয়া জোটের শরিক দলগুলোও আরও খানিকটা সময় চেয়েছিল। ৪৯৫ পাতার যে রিপোর্ট পেস করা হয়েছে। সেটা পড়তে সময় লাগবে না? দু’ঘণ্টার মধ্যে আলোচনা শুরু করা হল। আধ ঘণ্টায় ৪৯৫ পাতার আলোচনা হয়েও গেল! কীভাবে এটা হল বুঝলাম না। ওঁর সাংসদ পদও খারিজ করে দেওয়া হল। সমস্তটা দেখে আমি স্তম্ভিত। 

এদিন বিজেপিকেও একহাত নিয়েছেন তৃণমূল সুপ্রিম। বলেন, বিজেপি যে প্রতিহিংসার রাজনীতি করছে, এই ঘটনা থেকে আরও একবার প্রমাণিত হয়ে গেল। মহুয়া মৈত্রকে আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হল না। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। 

Comments are closed.