BGBS-এ মোট ৩ লক্ষ ৭৬ হাজার ২৮৮ কোটির বিনিয়োগের প্রস্তাব, ১৮৮টি মউ স্বাক্ষরিত; জানালেন মুখ্যমন্ত্রী 

শেষ হল সপ্তমবারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। এবারের বাণিজ্য সম্মেলনের সাফল্য দাবি করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মোট কত টাকার বিনিয়োগ এসেছে। বিজিবিএসে সব মিলিয়ে ৩ লক্ষ ৭৬ হাজার ২৮৮ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে বলে জানান মুখ্যমন্ত্রী। পাশাপশি বাণিজ্য সম্মেলনের শেষ দিনের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী জানান, এবারের বিজনেস সামিটে দেশবিদেশের শিল্পপতি মিলিয়ে মোট ১৮৮টি মউ স্বাক্ষরিত হয়েছে। যা থেকে ব্যাপক সংখ্যায় কর্ম সংস্থান তৈরি হবে বলে জানান মুখ্যমন্ত্রী। 

শেষ দিনের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী ফের একবার দাবি করেন, বিনিয়োগের সেরা ঠিকানা বাংলাই। মুখ্যমন্ত্রীর কথায়, এখানকার প্রশাসনের স্থায়িত্ব, ল্যান্ড ব্যাঙ্ক, জমি নীতি, যোগাযোগ ব্যবস্থা সব কিছু শিল্পের জন্য আদর্শ। 

Comments are closed.