বুদ্ধদেব ভট্টাচার্যর সুস্থতা কামনা করে ট্যুইট মমতার, করোনা রিপোর্ট নেগেটিভ, খবর হাসপাতাল সূত্রে

শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে উডল্যান্ডস ক্লিনিকে ভর্তি বুদ্ধদেব ভট্টাচার্য। প্রাক্তন মুখ্যমন্ত্রীর হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়েই উদ্বেগ জানিয়ে ট্যুইট করেছেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি লিখেছেন, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের হাসপাতালে ভর্তি হওয়ার কথা শুনে চিন্তা হচ্ছে। তাঁর দ্রুত আরোগ্যের কামনা করি। 

বুধবার সকালে বুদ্ধদেববাবুর শারীরিক অবস্থার অবনতি হয়। ঝুঁকি না নিয়ে তাঁকে উডল্যান্ডস ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক পরীক্ষার পর তাঁকে ভর্তি নিয়ে নেওয়া হয়েছে। রাখা হয়েছে আইসিইউতে। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর করোনা রিপোর্ট নেগেটিভ। 

সূত্রের খবর বুধবার দুপুর ২ টো নাগাদ বুদ্ধদেববাবুকে উডল্যান্ডসে নিয়ে আসেন স্ত্রী। কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে পৌঁছন বুদ্ধদেববাবুর মেয়ে। ফ্লু ক্লিনিকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরীক্ষা হয়েছে বলে জানা গিয়েছে। তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ। হাসপাতাল সূত্রে খবর, বুদ্ধদেববাবুর শারীরিক অবস্থা স্থিতিশীল।

Comments are closed.