উৎসব মরশুমে উপনির্বাচনের প্রচার বন্ধ রাখতে চাইছেন মমতা ব্যানার্জি, ত্রিপুরা জয়ের লক্ষ্যে বৈঠকে ব্যস্ত অভিষেক

উৎসবের মধ্যে বাংলায় উপনির্বাচনের প্রচার বন্ধ রাখতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অন্যদিকে ত্রিপুরা জয়ের লক্ষ্যে মনস্থির অভিষেক ব্যানার্জির। দলীয় কর্মীদের সঙ্গে একের পর এক বৈঠক সারছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

মমতা ব্যানার্জি আগেই নির্বাচন কমিশনকে আবেদন করেছেন, উৎসবের দিনগুলিতে ভোটের প্রচার বন্ধ রাখতে। ১০ থেকে ২০ অক্টোবর উপনির্বাচনের প্রচার বন্ধ থাকুক, এটাই চাইছেন মমতা ব্যানার্জি। উৎসবের দিনগুলিতে রাজনৈতিক দলগুলির প্রচারে আনন্দে কোনওরকম সমস্যা না হওয়ার জন্য কমিশনের কাছে আবেদন করেছেন মমতা ব্যানার্জি।

অন্যদিকে ২০২৩ সালে ত্রিপুরার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একটা দিনও সময় নষ্ট করতে চাইছে না অভিষেক ব্যানার্জি। তাই কোমরই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে ঘাসফুল শিবির। দলের স্টিয়ারিং কমিটি ও যুব কমিটির সঙ্গে বৈঠক সারছেন অভিষেক ব্যানার্জি। ত্রিপুরায় আগেই স্টিয়ারিং কমিটি ও যুব কমিটি তৈরীর নির্দেশ দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর মুখ্যমন্ত্রীর সেই নির্দেশকে সামনে রেখে বৈঠক সারছেন অভিষেক।

Comments are closed.