মঙ্গলেই নন্দীগ্রামে মমতা, বুধে মনোনয়ন, করতে পারেন জোড়া পদযাত্রা
মঙ্গলবার সকালেই নন্দীগ্রাম পৌঁছে গিয়েছেন সুব্রত বক্সী
মঙ্গলেই নন্দীগ্রামে মমতা। বুধবার মনোনয়ন জমা করবেন তিনি।
মঙ্গলবার সকালেই নন্দীগ্রাম পৌঁছে গিয়েছেন সুব্রত বক্সী। মঙ্গলবার দুপুরে মমতার হেলিকপ্টার নামবে স্টেট ব্যাঙ্কের পিছনের মাঠে। সেখানেই একটি কর্মিসভা করবেন তৃণমূল নেত্রী। তবে সেই সভায় মানুষের প্রবেশ আটকানোর ব্যবস্থা থাকছে না। কর্মিসভার পর নন্দীগ্রামে তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন মমতা। রাতে নন্দীগ্রামের ভাড়া বাড়িতে থাকবেন। বুধবার সকালে নন্দীগ্রাম বিধানসভার মধ্যে একাধিক ধর্মীয় স্থানে যাবেন মুখ্যমন্ত্রী। তারপর দুপুর ২ টোয় মহকুমা শাসকের অফিসে মনোনয়ন জমা করে আবার নন্দীগ্রাম ফিরে আসবেন তৃণমূল নেত্রী। এবারের সফরে তৃণমূল নেত্রী নন্দীগ্রামে ২ টি পদযাত্রা করতে পারেন।
[আরও পড়ুন- আন্তর্জাতিক নারী দিবসে বাংলার কিছু নারীদের প্রতি শ্রদ্ধা]
১১ মার্চ সকালে কলকাতা ফিরবেন নেত্রী। সেদিনই দলের নির্বাচনী ইশতেহার প্রকাশ।
১৮ জানুয়ারি তেখালির সভায় নিজে নন্দীগ্রামে লড়াই করার ঘোষণার পর থেকেই জমি আন্দোলনের আঁতুড় ঘরে পড়ে আছেন সুব্রত বক্সী, পূর্ণেন্দু বসু ও দোলা সেন। দফায় দফায় স্থানীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করছেন তাঁরা।