প্রধানমন্ত্রীকে ফের চিঠি মুখ্যমন্ত্রীর

ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যে গঙ্গাভাঙন নিয়ে চিঠি দিয়েছেন তিনি। চিঠিতে জানিয়েছেন, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া জেলার গঙ্গার ভাঙনের জেরে জমি, বাড়ির ক্ষতি হচ্ছে।

চিঠিতে তিনি লিখেছেন, গত ১৫ বছর ধরে ভাঙনের ফলে ২৮০০ হেক্টর উর্বর জমি গঙ্গায় তলিয়ে গিয়েছে। সরকারি এবং বেসরকারি মিলিয়ে প্রায় এক হাজার কোটি টাকার সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।
নদীতীর প্রতিরক্ষার জন্য ২০০৫ সালে কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রক ফরাক্কা ব্যারেজ প্রজেক্ট অথরিটি (এফবিপিএ)কে এই বিষয়ে বারবার জানিয়েও কোনও লাভ হয়নি। ২০১৭ সালেও এ বিষয়ে জানিয়ে কেন্দ্রকে চিঠিও লিখেছিলেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

ইতিমধ্যেই গত চার বছরে মালদা, মুর্শিদাবাদ এবং নদিয়ার ৩১টি বিপজ্জনক এলাকায় ১৬৮.৪৭ কোটি টাকা ব্যয় করে নদীভাঙন রোধ করেছে রাজ্য বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
কিন্তু এই ভাঙন রোধে দরকার আরও অর্থের। আর তা জোগাড় করা সম্ভব নয় বলে জানিয়েছেন মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রীর আবেদন কেন্দ্রের জলসম্পদ মন্ত্রক যেন উপযুক্ত পদক্ষেপ নেয়।

Comments are closed.