ওমিক্রনে অনেকে হারিয়েছেন প্রিয়জনকে, দুঃখে নিজের বিয়ে স্থগিত করলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

করোনার নয়া প্রজাতি ওমিক্রনের জেরে বিধ্বস্ত দেশ। সব দেশে জারি রয়েছে বিধিনিষেধ। এবার নিজের বিয়ে বাতিল করলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডেন। কোভিডের জেরে যেসব মানুষদের অবস্থা বিপন্ন, তাঁদের কথা ভেবে নিয়ে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন জেসিন্ডা আরডেন।

সেইসঙ্গে তিনি জানান, দেশের আর পাঁচজন নাগরিকের মতন তিনিও। এই পরিস্থিতিতে দেশের অনেকেই প্রিয়জনের থেকে দূরে আছেন। অনেকে হারিয়েছেন নিজের প্রিয়জনকে। তাই দেশবাসীর কথা ভেবে বিয়ে স্থগিত রাখছেন তিনি।

দীর্ঘ দিনের সঙ্গী ক্লার্ক গেফোর্ডের সঙ্গে নিজের বিয়ের কথা জানান জেসিন্ডা আরডেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তাঁরা বিয়ে করতে পারেন বলে শোনা যাচ্ছিল। কিন্তু কোভিডের পরিস্থিতির কথা মাথায় রেখে সেই বিয়ে বাতিল করার কথা ঘোষণা করলেন জেসিন্ডা আরডেন।

নিউজিল্যান্ডে সংক্রমণ রুখতে সংক্রমণ রুখতে জারি হয়েছে নয়া কোভিড গাইডলাইন। সেখানে বলা হয়েছে, কোনও অনুষ্ঠানে সর্বোচ্চ ১০০ জনকে আমন্ত্রণ জানানো যাবে। প্রত্যেকের টিকার দুটি ডোজ থাকতে হবে।

Comments are closed.