দ্বিতীয় পর্যায়ের ভোটের আগে ঝাড়খণ্ডে কেন্দ্রীয় বাহিনী ও মাওবাদীদের মধ্যে সংঘর্ষে নিহত এক জওয়ান। গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ৩ মাওবাদীরও।
সূত্রের খবর, সোমবার সকাল ৬ টা নাগাদ রাঁচি থেকে প্রায় ১৮৫ কিলোমিটার দূরে গিরিডি জেলার বেলভাঘাট জঙ্গলে গোপন সূত্রে খবর পেয়ে সিআরপিএফের একটি দল অভিযান চালায়। সেই সময় সিআরপিএফকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পাল্টা জবাব দেয় কেন্দ্রীয় বাহিনীও। বেশ কিছক্ষণ ধরে চলা গুলির লড়াইয়ে মৃত্য হয়েছে এক জওয়ানের। সূত্রের খবর, এনকাউন্টারে তিন মাওবাদীরও মৃত্যু হয়েছে। বেলভাঘাট জঙ্গল থেকে ৩ মাওবাদীর দেহ উদ্ধার করা হয়। এছাড়াও একটি এ কে ৪৭ রাইফেল, কার্তুজ এবং চারটি পাইপ বোমা উদ্ধার করেছে সিআরপিএফ।
এখনও বেশ কয়েকজন মাওবাদী ওখানে লুকিয়ে রয়েছে বলে অনুমান সিআরপিএফের। জারি রয়েছে তল্লাশি।
Comments