‘এমবাপে তো মারাই গেল’, কিছুক্ষণের নীরাবতা পালন আর্জেন্টিনার ড্রেসিং রুমে, বিতর্কে গোলকিপার মার্টিনেজ

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে পরাজিত হয়েছে ফ্রান্স। স্বপ্নপূরণ হয়েছে মেসির। ট্রফি জয়ের পর আর্জেন্টিনার খেলোয়াড়দের জয় উদযাপন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আর্জেন্টিনার ড্রেসিং রুমের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে শোনা যাচ্ছে কিছু কথা। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে নেট দুনিয়ায়। যেখনে বলতে শোনা যাচ্ছে এমবাপে মারা গিয়েছে। এরপর কিছুক্ষণের নীরাবতা পালন করতে দেখা যায়।

তাঁর গ্লাভসেই চ্যাম্পিয়ন হয়েছে মেসিরা। সোনার গ্লাভস উপহার পেয়েছেন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। কিন্তু এরপরেই তাঁকে নিয়েও তৈরি হয়েছে একাধিক বিতর্ক। মার্টিনেজকেই চিৎকার করে বলতে শোনা যায় এক মিনিটের জন্য নীরাবতা এমবাপের জন্য, যিনি শেষ হয়ে গিয়েছেন।

অন্যদিকে হেরে গেলেও সকলের মন জিতে নিয়েছেন ফরাসি স্ট্রাইকার এমবাপে। ফাইনাল ম্যাচে ৪ গোল করে হ্যাটট্রিক করেছেন তিনি। সোনার বুটও পেয়েছেন। ১৯৬৬-তে জিওফ হার্স্টের পর প্ৰথম ফুটবলার হিসাবে বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিকের কৃতিত্ব গড়লেন এমবাপে।

Comments are closed.