ছেলের ফেসবুক পোস্ট বিতর্ক, সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ মহম্মদ সেলিমের

সামান্য এক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তাঁর ছেলেকে অপদস্থ করা হচ্ছে এবং তৃণমূল কংগ্রেস সরকার প্রতিহিংসামূলক আচরণ করছে বলে রবিবার অভিযোগ করলেন সিপিএম সাংসদ মহম্মদ সেলিম। ছেলে রাসেল আজিজ’কে দু’দফায় ভবানী ভবনে ডেকে পাঠিয়ে প্রায় ১৬ ঘণ্টা ধরে জেরা করা হয়েছে বলে সেলিম জানিয়েছেন। তাঁর অভিযোগ, জেরা চলাকালীন রাসেলের মোবাইল ও ল্যাপটপ বাজেয়াপ্ত করে বেশ কিছু তথ্য সংগ্রহ করেন তদন্তকারীরা। কিন্তু পরিবর্তে কোনও সিজার লিস্ট তাঁদের দেওয়া হয়নি। মহম্মদ সেলিম জানিয়েছেন, ২৪ মে হাইকোর্টে রাসেলের আগাম জামিনের শুনানির সময় বিচারপতি তাঁকে নিজের ল্যাপটপ ও মোবাইলের সিম তদন্তকারীদের কাছে জমা দেওয়ার নির্দেশ দেন। সেই মতো শনিবারই সেগুলি ভবানী ভবনে দিয়ে এসেছেন রাসেল। মহম্মদ সেলিম এদিন আরও অভিযোগ করেন, বিজেপি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে নানা বিভ্রান্তিমূলক ও সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট শেয়ার করলেও তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। অথচ হেনস্থা করা হচ্ছে বামপন্থীদের। আরএসএস ও বিজেপি মিলে রাজ্যে সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে বলে অভিযোগ তুলে অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সেলিম।
পঞ্চায়েত ভোটপর্ব চলাকালীন উত্তর দিনাজপুরে এক ভোটকর্মীর মৃত্যু নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছিলেন সেলিম পুত্র রাসেল আজিজ। তার পর থেকেই যাবতীয় বিতর্কের সূত্রপাত। সিআইডি’র অভিযোগ, বিভ্রান্তিমূলক ও ভুল তথ্য প্রচার করেছেন রাসেল। তাই তাঁর বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.