পিএসজি ছেড়ে আমেরিকার বিমানে মেসি; মার্কিন মুলুকের কোন ক্লাবে দেখা যাবে লিওকে 

পিএসজি যে ছাড়ছেন তা আগেই নিশ্চিত ছিল। তবে খেলোয়াড় জীবনের শেষ পর্যায়ে এসে কোন ক্লাবে যোগ দেবেন তা নিয়ে ফুটবল বিশ্বে জল্পনা ছিলই। জানা যাচ্ছে, মেসিকে ফিরে পেতে মরিয়া ছিল ছিল তাঁর পুরোনো ক্লাব বার্সেলোনা। ওদিকে সৌদির ক্লাব আল হিলালের তরফেও রেকর্ড অঙ্কের টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল তাঁকে। তবে দুটো আহ্বানই প্রত্যাখ্যান করে আমেরিকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন কাতার বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক।

জানা গিয়েছে, আমেরিকার ইন্টার মিয়ামে’তে যোগ দিচ্ছেন মেসি। নতুন ক্লাবে যোগদান প্রসঙ্গে, লিও বলেন, ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখনও কিছু জিনিস আমায় অর্জন করতে হবে। আমার মিয়ামিতে যোগ দেওয়া নিশ্চিত।

বিশ্বকাপের সময় থেকেই জল্পনা ছিল মেসি আমেরকার কোনও ক্লাবে খেলতে পারেন। ঘনিষ্ঠ মহলেও তিনি নিজেও সে কথা জানিয়ে ছিলেন বলে খবর। এর মধ্যেই ইন্টার মিয়ামির অন্যতম কর্ণধার ডেভিড বেকহ্যাম বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনা শিবিরে গিয়ে মেসির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। শুধু তাই নয়, পিএসজিতে গিয়েও একবার মেসির সঙ্গে একদফা আলোচনা করেন বেকহ্যাম। দুই তারকার সাক্ষাৎ-এ জল্পনা আরও জোরালো হয়। অবশেষে সেই মিয়ামিতে যোগ দিচ্ছেন আর্জেন্টিনার অধিনায়ক।

Comments are closed.