#মিটুঃ যৌন হেনস্থার অভিযোগ, সুহেল শেঠের সঙ্গে চুক্তি বাতিল করল টাটা সন্স

‘মি টু’ ক্যাম্পেনের মাধ্যমে একাধিক মহিলা যৌন হেনস্থা, অভব্যতার অভিযোগ এনেছেন দেশের অন্যতম নামী ব্র‍্যান্ড ক্যাম্পেনার সুহেল শেঠের বিরুদ্ধে। সুহেলের বিরুদ্ধে ওঠা একাধিক গুরুতর অভিযোগের ভিত্তিতে এবার তাঁর সঙ্গে চুক্তিতে ইতি টানল টাটা গোষ্ঠী। টাটা সন্সের তরফে জানানো হয়েছে, আগামী মাসে সুহেলের সঙ্গে তাদের চুক্তি শেষ হচ্ছে, এরপর তারা আর চুক্তি নবীকরণ করবে না। টাটা সন্সের মুখপাত্র জানিয়েছেন, ৩০ নভেম্বর সুহেলের সাথে তাদের চুক্তির মেয়াদ ফুরাচ্ছে।
সূত্রের খবর, সুহেলের বিরুদ্ধে একাধিক মহিলা অভিযোগ করার পর, ইতিমধ্যেই চুক্তির মেয়াদ শেষের প্রায় এক মাস আগে থেকেই সুহেলের ফার্মের সাথে কাজ বা পরামর্শ নেওয়া বন্ধ করে দিয়েছে টাটা গোষ্ঠী।
সুহেল শেঠকে দেশের অ্যাডভার্টাইজমেন্ট সেক্টরের অন্যতম মাথা বলে মনে করা হয়। একাধিক প্রথম সারির বলিউড অভিনেতা অভিনেত্রী, সেলিব্রেটির সঙ্গে সুহেলের অত্যন্ত ভালো সম্পর্ক। টাটা ছাড়াও তাঁর ফার্মের সঙ্গে চুক্তি রয়েছে দিল্লি সরকার, কোকা কোলা, জেট এয়ারওয়েজের মতো সংস্থার। সম্প্রতি তাঁর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন ছজন মহিলা। প্রত্যেকেই তাঁর বিরুদ্ধে অভব্য আচরণ, যৌন ইঙ্গিত, যৌন হেনস্থার অভিযোগ এনেছেন।
উল্লেখ্য, অভিনেত্রী তনুশ্রী দত্ত মাসখানেক আগে অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনার পর থেকেই একে একে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলতে শুরু করেছেন বিভিন্ন পেশার মহিলারা। একাধিক চিত্র পরিচালক, অভিনেতা, সাংবাদিক, গায়কের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অভিযোগের জেরে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন সাংবাদিক তথা বিদেশ প্রতিমন্ত্রী এম জে আকবরকে।

Comments are closed.