বিজেপি বিধায়কের দেখা না পেয়ে তৃণমূলের কাছে এলাকাবাসী, থানায় দায়ের ‘মিসিং ডায়েরি’

নিখোঁজ বিধায়কের সন্ধান চাই। এই দাবিতে মানব বন্ধনে সামিল হলেন সাধারণ মানুষ। থানায় দায়ের হল নিখোঁজের ডায়েরি। মালদা জেলার সদর শহর ইংরেজবাজারের ঘটনা। একুশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকেই জয়ী হন বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। কিন্তু মে মাসের পর থেকে তাঁকে আর দেখা যায়নি ওই এলাকায়। এলাকার তৃণমূল কর্মীদের সঙ্গে নিয়ে থানায় গেলেন সাধারণ মানুষ।

এলাকাবাসীরা জানিয়েছে, সমস্যা হলে বিধায়কের দেখা পাওয়া যাচ্ছে না। তাঁকে ফোন করলেও তিনি ফোন ধরেন না। তাই বাধ্য হয়ে তৃণমূল কর্মীদের কাছে যেতে হচ্ছে তাঁদের। তাঁরাও চেষ্টা করছেন মানুষের পাশে থাকার। বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী কলকাতায় থাকেন। তাই নিজের এলাকার মানুষের সঙ্গে কোনও যোগাযোগও রাখেন না। এমনকি যোগাযোগ রাখেন না নিজের দলের নেতাকর্মীদের সঙ্গেও।

শুক্রবার ইংরেজবাজার শহর থেকে একটি মিছিল বের করা হয়। মিছিল গিয়ে শেষ হয় ইংরেজবাজার থানায়। মিছিলে থাকা পোস্টারে বড় বড় করে শ্রীরূপা মিত্র চৌধুরীর ছবি দেওয়া ছিল। লেখা ছিল, নিঁখোজ বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর সন্ধানে দাবিতে মানববন্ধন।’ এলাকার তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে ওনার দলের লোকদের সঙ্গেই যোগাযোগ রাখছেন না তিনি। ফোনেও তাঁক পাওয়া যায়না। তাই বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর খোঁজে মিসিং ডায়েরি করা হয়েছে।

Comments are closed.