উত্তরবঙ্গের BJP বিধায়ক ছাড়লেন দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ, কালিয়াগঞ্জের সৌমেন রায়কে নিয়ে জল্পনা

একুশের বিধানসভা ভোটে মুখ পুড়েছে বিজেপির। কিন্তু মন্দের ভালো উত্তরবঙ্গ। বিশেষত ৩ জেলা, আলিপুরদুয়ার, দার্জিলিংয়ে সবকটি আসন জিতেছে বিজেপি। জলপাইগুড়ি, কোচবিহারে বেশিরভাগ। কিন্তু মুকুল রায়ের ঘর ওয়াপসির পর থেকেই উত্তরবঙ্গ নিয়ে চাপে আছে গেরুয়া শিবির। এবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক সৌমেন রায় ছাড়লেন জেলার হোয়াটসঅ্যাপ গ্রুপ।

এবার বেসুরোর তালিকায় কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক সৌমেন রায়। তিনি মুকুল রায় অনুগামী বলেই পরিচিত।

কয়েকদিন ধরেই কালিয়াগঞ্জে সৌমেনের দেখা নেই। দলের বৈঠকেও গরহাজির। রবিবার জল্পনা বাড়িয়ে ছেড়েছেন দলের জেলা হোয়াটসঅ্যাপ গ্রুপ।

স্থানীয় বিজেপি সূত্রে খবর, সৌমেন নিজের বাড়ি ফালাকাটায় রয়েছেন। যদিও গুঞ্জন তিনি ফালাকাটায় নয় কলকাতায় এসেছেন। খবর ছড়িয়ে পড়তেই সৌমেনের বিজেপি ত্যাগ নিয়ে জল্পনা তুঙ্গে।

যদিও এনিয়ে বিজেপির জেলা সভাপতির দাবি, বিধায়কের বাড়ির লোক অসুস্থ থাকায় তিনি ফালাকাটার বাড়িতে গিয়েছেন। কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় সংবাদ মাধ্যমকে জানান, বাবা অসুস্থ থাকায় ফালাকাটায় নিজের বাড়িতে রয়েছেন। ১৫ তারিখ নাগাদ নিজের বিধানসভা কেন্দ্রে যাবেন।

মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাবর্তনের পর এক একে বিজেপির কয়েকজন নেতা যেভাবে বেসুরো গাইছেন তাতে মুকুল অনুগামী সৌমেন রায়কে নিয়ে জল্পনা ভিত্তিহীন নাও হতে পারে, এমনটাই মত ওয়াকিবহাল মহলের একাংশের।

Comments are closed.