তালিবান নিয়ে মস্কো কী ভাবছে? পুতিনের সঙ্গে দীর্ঘক্ষণ কথা প্রধানমন্ত্রীর 

আফগানিস্তান পরিস্থিতি নিয়ে এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী। সংবাদসংস্থার খবর, মঙ্গলবার দুই রাষ্ট্রনেতার মধ্যে প্রায় ৪৫ মিনিট কথা হয়েছে আফগানিস্তান নিয়ে।

তালিবান নিয়ে এখনও সরাসরি কোনও অবস্থান জানায়নি নয়া দিল্লি। তবে তালিবান শাসন নিয়ে ভারতের মনভাব যে ইতিবাচক নয় নিজের বক্তব্যে তার ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী।

এদিকে তালিবান নিয়ে রাশিয়ার মনোভাবও পরিষ্কার নয় বিশ্বের কাছে। একদিকে তালিবান দখলের পর তাদের প্রতি ইতিবাচক বার্তা দিয়েছেন আফগানিস্তানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত।

অন্যদিকে জানা গিয়েছে তালিবানকে রুখতে নর্দান অ্যালায়েন্স যে প্রবল লড়াই চালাচ্ছে তাতে মদত রয়েছে তাজিকিস্তানের। আবার তাজিকিস্তানের সঙ্গে রাশিয়ার সম্পর্ক খুবই ভালো। এই পরিস্থিতি মস্কো তালিবানকে নিয়ে কী ভাবছে তা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তালিবান কাবুল দখলের পর চীন, পাকিস্তান ভারতের উদ্বেগ বাড়িয়ে তালিবানদের সমর্থন করেছে। সেক্ষেত্রে বিশেষজ্ঞদের মতে আইএসআই মদদপুষ্ট তালিবান শাসনে আফগানিস্তানের মাটিকে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাতে পারে জঙ্গিরা।

পর্যবেক্ষকদের মতে এই সব কিছুই মোদী পুতিনের আলোচনায় উঠে আসতে পারে। অতীত ঘাটলে দেখা যায় রাশিয়া নানান ইস্যুতে ভারতের ‘বন্ধু’ রাষ্ট্রের ভূমিকা পালন করেছে। তালিবান ইস্যুতে রাশিয়ার কী প্রতিক্রিয়া হয়, এখন সেটাই দেখার।

Comments are closed.