প্রয়াত শিনজো আবে, প্রিয় বন্ধুর প্রয়ানে শনিবার ‘জাতীয় শোক’ ঘোষণা মোদীর

প্রয়াত হয়েছেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। প্রিয় বন্ধুকে হারিয়ে শোকার্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বেশ কয়েকটি টুইট করেন মোদী। সেখানে লেখেন, জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে গভীর শ্রদ্ধা। ৯ জুলাই শনিবার জাতীয় শোক পালন করা হবে।

আরেকটি টুইটে মোদী শিনজো আবের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। সেখানে লেখেন, টোকিওতে আমার প্রিয় বন্ধু শিনজো আবের সঙ্গে একটি ছবি শেয়ার করছি। ভারত-জাপান সম্পর্ককে শক্তিশালী করার জন্য সর্বদা উৎসাহী ছিলেন তিনি। তিনি জাপান-ভারত অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছিলেন।

মোদী লেখেন, প্রধানমন্ত্রী হওয়ার অনেক আগে থেকে শিনজো আবের সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁর সঙ্গে মোদীর পরিচয় বলে জানান তিনি। সাম্প্রতিক জাপান সফরে আবের সঙ্গে সাক্ষাতের কথা তুলে ধরেন তিনি। লেখেন, তিনি বরাবর বুদ্ধিমান এবং অন্তর্দৃষ্টিপূর্ণ ছিলেন। শোক প্রকাশ করে মোদী লেখেন, তখন জানতাম না, এটাই আমাদের শেষ সাক্ষাৎ। তাঁর পরিবার এবং জাপানের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান তিনি।

শুক্রবার, পশ্চিম জাপানের নারা শহরে শিনজো আবেকে লক্ষ্য করে গুলি চালায় এক দুষ্কৃতী। জানা গিয়েছে, সেই সময় শিনজো আবে একটি পথসভায় বক্তব্য রাখছিলেন। আততায়ী পিছন দিক থেকে তাঁর দিকে কয়েক রাউন্ড গুলি চালায় বলে জানা গিয়েছে। রাস্তার ওপরেই লুটিয়ে পড়েন আবে। তাঁকে দ্রুত হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় গ্রেফতার করা হয় আততায়ীকে।

Comments are closed.