শান্তিনিকেতনে মোদি-হাসিনা-মমতা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের এক মঞ্চে? সূত্রের খবর, আগামী ২৫ মে তিনজনই শান্তিনিকেতনে মিলিত হবেন বিশ্বভারতীর এক অনুষ্ঠানে। টেগোর মিউজিয়ামে ‘বাংলাদেশ ভবনে’র উদ্বোধনে দুই রাষ্ট্রপ্রধানের সঙ্গে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের সূচি চূড়ান্ত করার কাজ চলছে এই মুহূর্তে। তবে তিনজন মিলিত হলেও, সমাধান না হওয়া তিস্তা প্রসঙ্গ নিয়ে সেখানে আলোচনা হওয়ার বিশেষ সম্ভাবনা নেই বলেই সূত্রের খবর।
এবছরের শেষেই বাংলাদেশে সাধারণ নির্বাচন। তার আগে তিস্তার জল বন্টন নিয়ে ভারত ইতিবাচক কিছু পদক্ষেপ নিক এমনটাই চায় শেখ হাসিনার সরকার। এ’ব্যাপারে বাংলাদেশের আধিকারিকরা সম্প্রতি কেন্দ্রীয় সরকারের কাছে দরবারও করেছে। কিন্তু উত্তরবঙ্গের কথা ভেবে তিস্তার জল বাংলাদেশকে দেওয়ার বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও ২৫ মে শান্তিনিকেতনে এই প্রসঙ্গে আলোচনার সরকারি কোনও সূচি এখনও ঠিক হয়নি, কিন্তু একই সঙ্গে মোদী এবং মমতাকে পেয়ে হাসিনা এই ইস্যু তুলতেই পারেন বলে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন।

Leave A Reply

Your email address will not be published.