বুধবার মমতা-মোদী বৈঠক; BSF, রাজ্যের বকেয়া সহ একাধিক বিষয় নিয়ে হতে পারে কথা

 দিল্লির বিমানে ওঠার আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কার্যত হুঁশিয়ারির সুরে জানিয়ে গিয়েছিলেন, গায়ের জোরে রাজ্যের এলাকা দখল করতে দেবেন না। এয়ারপোর্টে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যই প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠকের সুর বেঁধে দিয়েছিল, বলে মত রাজনৈতিক মহলের একাংশের। রাজ্যে সীমান্ত রক্ষী বাহিনীর এক্তিয়ার বাড়ানোর বিষয়টি নিয়ে মূলত আলোচনা হতে পারে প্রধানমন্ত্রীর সঙ্গে। জানা গিয়েছে, বুধবার বিকেল ৫টা নাগাদ প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হওয়ার কথা।  

ইতিমধ্যেই বিএসএফ-এর এক্তিয়ার বাড়ানোর বিরোধিতা করে বিধানসভায় প্রস্তাব পাস করেছে রাজ্যের শাসক দল। জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বরাষ্ট্রমন্ত্রকের এই সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ করবেন মুখ্যমন্ত্রী। এছাড়াও, রাজ্যের বকেয়া দাবি দাওয়া নিয়েও কথা বলতে পারেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের পাওনা টাকা, অম্ফান, ইয়াসের মতো প্রকৃতি দুর্যোগে কেন্দ্রের অনুদানের টাকা এখন বকেয়া বলে অভিযোগ। এ সমস্ত কিছু নিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর আলোচনা হতে পারে।  

এছাড়াও, সিবিআই, ইডির ডিরেক্টরদের মেয়াদ বাড়ানো বিষয়টি নিয়েও প্রধানমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী অভিযোগ জানাতে পারেন বলে খবর। সংসদে আলোচনা না করে যেভাবে অর্ডিন্যান্স জারি করে কেন্দ্র এই সিদ্ধান্ত নিয়েছে তার প্রতিবাদ করে মোদীর সঙ্গে সাক্ষাৎ করে অভিযোগ করতে পারেন মুখ্যমন্ত্রী, এমনটাই মত ওয়াকিবহাল মহলের একাংশের। 

Comments are closed.