ফোর্বস ম্যাগাজিনের প্রভাবশালীদের তালিকায় ৯ নম্বরে নরেন্দ্র মোদি, ৩২এ মুকেশ আম্বানী

বিশ্বের সর্বাধিক প্রভাবশালী ৭৫ জন ব্যক্তির তালিকা প্রকাশ করল বিখ্যাত মার্কিন ম্যাগাজিন ফোর্বস। ২০১৮ এর প্রকাশিত তালিকায় নয় নম্বরে নাম রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। মার্কিন পত্রিকাটির মতে, বিগত কয়েক বছরে নিজেকে একজন বিশ্বনেতা হিসাবে প্রতিষ্ঠা করেছেন নরেন্দ্র মোদি। পাশাপাশি বিশ্বজোড়া আবহাওয়ার পরিবর্তন (climate change)রুখতেও তাঁর বিশেষ ভূমিকা রয়েছে। যদিও ফোর্বস পত্রিকার ২০১৬ সালের তালিকাতেও নয় নম্বরেই ছিলেন ভারতের প্রধানমন্ত্রী। প্রকাশিত তালিকায় নাম রয়েছে আরও এক ভারতীয়ের। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রধান মুকেশ আম্বানীর নাম রয়েছে তালিকার ৩২ নম্বরে। ২০১৬র তালিকায় ৩৮ নম্বরে নাম ছিল তাঁর। মুকেশ আম্বানীর জিও ভারতীয় টেলিকম বাজারে এক নয়া যুগের সূচনা করেছে বলে পত্রিকাটিতে বলা হয়েছে।

২০১৮য় ফোর্বসের প্রকাশিত বিশ্বের সর্বাধিক প্রভাবশালী ৭৫ জন ব্যক্তির তালিকায় প্রথম স্থানে রয়েছেন চিনের রাষ্ট্রপতি শি জিনপিং এর নাম। ২০১৬ সালে তাঁর নাম ছিল চার নম্বরে। এবারের তালিকায় দু’নম্বরে নাম রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের। তিন নম্বরে রয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ২০১৬য়ে পুতিন ছিলেন এক নম্বরে এবং ট্রাম্প ছিলেন দু’নম্বরে। প্রকাশিত তালিকার চার নম্বরে নাম রয়েছে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেলের। গত বারের পাঁচ নম্বর স্থান থেকে এবারে ছয় নম্বরে নেমে এসেছে পোপ ফ্রান্সিসের নাম। তালিকায় সাত নম্বর স্থান ধরে রেখেছেন বিল গেটস। ফেসবুক কর্ণধার মার্ক জুকারবার্গের নাম রয়েছে ১৩ নম্বরে। তাৎপর্যপূর্ণভাবে রাষ্ট্র সংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজের নাম রয়েছে তালিকার অনেক পিছনে ৩১ নম্বরে।

Leave A Reply

Your email address will not be published.