মোদী-রাহুল তরজা দিয়েই শেষ কর্ণাটক বিধানসভার প্রচার

বৃহস্পতিবার শেষ হল কর্ণাটক বিধানসভার নির্বাচনী প্রচার। শেষ মুহুর্তের প্রচারেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী একে অপরের বিরুদ্ধে আক্রমণ শানালেন। কর্ণাটকে প্রচারে গিয়ে মোদী, বিদেশিনী ইস্যুতে আক্রমণ করেন ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গান্ধীকে। প্রধানমন্ত্রী রাহুল গান্ধীকে কটাক্ষ করে বলেছিলেন, কর্ণাটকের উন্নয়ন নিয়ে হিন্দি, ইংরেজি এবং তাঁর মায়ের মাতৃভাষাতেও উন্নয়নের খতিয়ান দিন কংগ্রেস সভাপতি। প্রধানমন্ত্রীর সেদিনের কটাক্ষ রাহুল ফিরিয়ে দিলেন প্রচারের শেষবেলায়। জানালেন, তাঁর মা অনেক ভারতীয়ের থেকে অনেক বেশি ভারতীয়। রাহুল আরও বলেন, আসলে মোদীজি বিজেপির দুর্নীতির থেকে দৃষ্টি ঘোরানোর জন্যই এইসব বলে চলেছেন। ১২ মে কর্ণাটকবাসী ইভিএমেই এর জবাব দেবেন। মোদীর চ্যালেঞ্জ গ্রহণ করে রাহুল, হিন্দি, ইংরেজি এবং ইতালিয়ান তিনটি ভাষাতেই বক্তব্য রাখেন। শেষবেলার প্রচারেও খনি কেলেঙ্কারিতে অভিযুক্ত বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে প্রচার করেছে কংগ্রেস। ২২৪ আসন বিশিষ্ট কর্ণাটক বিধানসভার ভোট গ্রহণ ১২ মে শনিবার, ফল প্রকাশ ১৫মে।

Leave A Reply

Your email address will not be published.