BJP’র পতন বোঝাতে টেনে আনলেন ইন্দিরা-রাজীব প্রসঙ্গ; ED-CBI নিয়েও ফের সরব মমতা 

২০২৪ এ বিজেপির পতন হবেই। নরেন্দ্র মোদী আর ক্ষমতায় ফিরতে পারবে না। সোমবার TMCP-এর সমাবেশ মঞ্চ থেকে ফের একবার দাবি করলেন তৃণমূল নেত্রী। আর নিজের বক্তব্যের বোঝাতে গিয়ে এদিন তাঁর কথায় উঠে এল দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধীর নাম। তৃণমূল সুপ্রিমো বলেন, ইন্দিরা গান্ধী বিশাল শক্তিশালী নেত্রী ছিলেন। তাঁকেও হারতে হয়েছিল। লোকসভায় চারশো আসন নিয়ে ক্ষমতায় ছিলেন রাজীব গান্ধী। পরের নির্বাচনে তিনিও জিততে পারেননি। 

কেন্দ্রীয় এজেন্সি নিয়ে এদিন ফের একবার সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কটাক্ষ, পার্থ-কেষ্ট চোর কিনা তা আইন বলবে। কিন্তু এসব কী হচ্ছে! ববি চোর, অভিষেক চোর, মমতা চোর? আমরা সবাই চোর! আর বিজেপির সবাই সাধু? তৃণমূল নেত্রী আরও বলেন, আজ অভিষেক এখানে বক্তব্য রাখল, আগামীকাল দেখবেন হয়তো ওকে নোটিশ ধরাবে। কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে মুখ্যমন্ত্রী তীব্র কটাক্ষ, অভিষেকের সন্তানকেও রেয়াত করা হবে না। 

Comments are closed.