মুক্তিনাথ মন্দিরের জন্য বিশেষ উপহার ভারতের, ১১ মে দু’দিনের নেপাল সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নেপালের মুক্তিনাথ মন্দিরের জন্য বিশেষ উপহার নিয়ে দু’দিনের নেপাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ১১ মে তাঁর নেপালে পৌঁছানোর কথা। বিশ্বের একমাত্র হিন্দু রাষ্ট্র নেপাল। হিন্দু এবং বৌদ্ধ উভয় সম্প্রদায়ের কাছেই মুক্তিনাথ অত্যন্ত পবিত্র এক তীর্থক্ষেত্র। ৩৭১০ মিটার উচ্চতায় থোরংলা-তে অবস্থিত এই মুক্তিনাথ মন্দির। ৫১ পীঠের অন্যতম এক পীঠ মুক্তিনাথ তাই সতী পীঠ বলেও পরিচিত। অতি প্রাচীন এই মন্দির সংস্কার এবং মন্দির চত্বরে তীর্থযাত্রীদের থাকার জন্য ধর্মশালা নির্মানের জন্য আর্থিক বরাদ্দ ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী, এমনটাই সংবাদসংস্থা সূত্রের খবর। এছাড়া কাঠমানডু এবং জনকপুরের জন্যেও বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। নেপালের প্রধানমন্ত্রী খড়্গ প্রসাদ ওলির সঙ্গে বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যুতে বৈঠক করবেন তিনি। ভূমিকম্প বিধ্বস্ত কাঠমানডুকে নতুন করে গড়ে তোলার জন্য ‘কাঠমানডু সিটি আর্বানাইজেশন’ প্রকল্পের জন্য আর্থিক প্যাকেজ ঘোষণা করতে পারেন মোদী। উল্লেখ্য নেপালের প্রধানমন্ত্রী কেপি সিংহ ওলি খুব সম্প্রতি ভারত সফরে এসেছিলেন। তখন তিনি মোদীকে নেপাল সফরের জন্য আমন্ত্রণ জানান।

Leave A Reply

Your email address will not be published.