মুকুলের দাবি মেনে কেন্দ্রীয় নিরাপত্তা ফিরিয়ে নিল স্বরাষ্ট্র মন্ত্রক, পাচ্ছেন রাজ্যের Z সিকিউরিটি

মুকুল রায়ের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তৃণমূলে যোগ দিয়েই কেন্দ্রীয় নিরাপত্তা ছেড়ে দিতে চেয়ে অমিত শাহের দফতরে চিঠি দেন মুকুল রায়। তৃণমূলে যোগ দেওয়ার পরদিন থেকেই তিনি কেন্দ্রীয় নিরাপত্তা গ্রহণ করেননি। সেই মতো বৃহস্পতিবার তাঁর কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়া হল।

বিজেপিতে যোগ দেওয়ার পর জেড ক্যাটাগরি সিকিউরিটি পেতেন বর্ষীয়ান এই রাজনীতিক। তাঁকে ঘিরে থাকতেন CRPF জওয়ানরা। বৃহস্পতিবার সকালেই তাঁর নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ফিরে যান। তৃণমূলে প্রত্যাবর্তনের পরেই রাজ্য সরকার মুকুল রায়কে নিরাপত্তা দেয়। জানা যাচ্ছে মুকুল রায়কে Z নিরাপত্তা দিচ্ছে রাজ্য।

মুকুল পুত্র শুভ্রাংশুকে বিজেপিতে যাওয়ার পর এক্স ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হত। তাঁরও কেন্দ্রীয় নিরাপত্তা সরিয়ে নেওয়া হয়েছে। রাজ্য পুলিশের পক্ষ থেকে মুকুল পুত্রকে বিশেষ নিরাপত্তা দেওয়া হবে বলে জানা গিয়েছে।

Comments are closed.