১ এপ্রিল থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার; জেলাগুলোর জন্য একগুচ্ছ গাইডলাইন প্রকাশ করল নবান্ন 

১ এপ্রিল থেকে ষষ্ঠ বারের জন্য রাজ্যে দুয়ারে সরকার ক্যাম্প হতে চলেছে। পঞ্চায়েত ভোটের আগে সাধারণ মানুষের দরজায় পরিষেবা পৌঁছে দিতে এবারের শিবিরকে বাড়তি গুরুত্ব দিচ্ছে নবান্ন। শিবিরকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ইতিমধ্যেই একটি বিশেষে টাস্ক ফোর্স গড়েছে নবান্ন। এবার জেলাগুলোর জন্যই ক্যাম্প সংক্রান্ত গাইডলাইন প্রকাশ করল রাজ্য।

নবান্ন সূত্রে খবর, এবারে সারা রাজ্য জুড়ে মোট ২ লক্ষ ক্যাম্প করার নির্দেশ দেওয়া হয়েছে। যার মধ্যে বিভিন্ন জেলায় জেলায় বুধ ভিত্তিক ক্যাম্প হবে ৮০ হাজার।  ২০ হাজার মোবাইল ক্যাম্পেরও ব্যবস্থা থাকবে।

নবান্নের গাইডলাইনে বলা হয়েছে, দুয়ারে সরকার ক্যাম্পগুলো নিয়ে যাতে অভিযোগ না আসে, সে ব্যাপারে জেলা প্রশাসনকে সতর্ক থাকতে হবে। টাকার বিনিময়ে ফর্ম ফিলাপ বা পরিষেবা পাইয়ে দেওয়ার ক্ষেত্রে স্বজনপোষণের মতো অভিযোগ উঠলে জেলা প্রশাসনকেই তা কড়া হাতে মোকাবিলা করতে হবে। এছাড়াও প্রতিবারের মতো, ব্যাঙ্ক একাউন্ট তৈরি, আধার লিঙ্ক ইত্যাদি বিষয়গুলো যেন ক্যাম্প থেকেই করে দেওয়া হয়, সে বিষয়টি নিয়েও নজর দিতে বলা হয়েছে।

Comments are closed.