‘কান’-এ প্রদর্শিত হতে চলেছে নন্দিতা দাশের ‘মান্তো’

৭১ তম ‘কান’ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে চলেছে নন্দিতা দাশের ছবি ‘মান্তো’। বিশ্বের সব থেকে অভিজাত চলচ্চিত্র উৎসব বলে পরিচিত ফ্রান্সের ‘কান ফিল্ম ফেস্টিভাল’-এ এবছর একমাত্র ভারতীয় ছবি হিসাবে অফিশিয়ালি সিলেক্ট হয়েছে এই ছবিটি। এবছর কান’য়ের আন সার্টেন রিগার্ড বিভাগে প্রদর্শিত হবে ‘মান্তো’।
বিখ্যাত পাকিস্তানি উর্দু লেখক সাদাত হাসান মান্তোর জীবনের উপর নির্মীত এই ছবিতে মান্তোর চরিত্রে দেখা যাবে অভিনেতা নাওয়াজউদ্দিন সিদ্দিকিকে। নন্দিতা দাশ পরিচালিত এই ছবিতে অন্যান্য ভূমিকায় দেখা যাবে ঋষি কাপুর, তাহির রাজ ভসিন, রসিকা দুগগল প্রমুখকে।

এবছর আট মে থেকে শুরু হতে চলেছে কান চলচ্চিত্র উৎসবের আসর। চলবে ১৯ মে পর্যন্ত। মান্তো’র প্রদর্শন ছাড়াও এবছর কানের মঞ্চে বেশ জোরদার হতে চলেছে ভারতীয় কলাকুশলীদের উপস্থিতি। বিগত বছরগুলির মতো এবছরও কানের রেড কার্পেটে দেখা যাবে ঐশ্বর্যা রাই বচ্চনকে। এছাড়াও কঙ্গণা রানাওয়াত, দিপিকা পাদুকোন, সোনম কাপুরদের উপস্থিতিও এবছর নজর কাড়বে কানের রেড কার্পেটে।

Leave A Reply

Your email address will not be published.