ভারতের আর্থিক বৃদ্ধি যথেষ্ট নয়, ফের কটাক্ষ রাজনের

ভারতের বর্তমান আর্থিক অবস্থা নিয়ে ফের আশঙ্কা প্রকাশ করলেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। সম্প্রতি হংকং-য়ে আয়োজিত একটি অনুষ্ঠানে সাংবাদিকদের জানান,’প্রতিবছর এক কোটি ২০লক্ষ মানুষের কর্মসংস্থানের জন্য ভারতে ১০ শতাংশ হারে বৃদ্ধি প্রয়োজন। মাত্র আট শতাংশ বৃদ্ধির হার নিয়ে ভালো কিছু করা সম্ভব নয়’। আমাদের বৃদ্ধি ধীর গতিতে হচ্ছে তাঁর কারণ আমরা সেই দিকে যথেষ্ট নজর দিচ্ছি না’। এর আগে, ২০১০ সালে ভোডাফোন সিইও ভিত্তরিও কোলাও ভারতের অর্থনৈতিক পরিবেশের জটিলতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। রাজন ভারতীয় শাসন ব্যবস্থাকে কটাক্ষ করে আরও বলেন, ‘সরকার আসে যায়, কিন্তু দেশের অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন হয় না’। সরকারের আর্থিক নীতি নিয়ে রঘুরাম রাজনের আক্রমণ প্রথমবার নয়, এর আগেও দেশে-বিদেশের বিভিন্ন ফোরামে কেন্দ্রের আর্থিক নীতি নিয়ে বহুবার সরব হয়েছেন রাজন। তিনি ২০১৬ সালে নোট বাতিলের তীব্র বিরোধিতা করেন।

Leave A Reply

Your email address will not be published.