তৃতীয় ঢেউ রুখতে দরকার দৈনিক ৯০ লক্ষের টিকাকরণ, দিচ্ছি মাত্র ২০ লক্ষ! আশঙ্কা প্রকাশ NDTV’র প্রণয় রায়ের
টুইটে একটি তথ্য সুত্র শেয়ার করেছেন প্রণয় রায়
ক্রমশ তৃতীয় ঢেউয়ের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। টিকাকরণ প্রক্রিয়ার শোচনীয় অবস্থা। এই ভাষাতেই বর্তমান পরিস্থিতি বর্ণনা করলেন সিনিয়ার সাংবাদিক তথা এনডিটিভির অন্যতম প্রতিষ্ঠাতা প্রণয় রায়।
টুইটে একটি তথ্য সুত্র শেয়ার করেছেন প্রণয় রায়। সেখানে লেখা আছে, খুব শীঘ্র আসতে চলেছে করোনার তৃতীয় ঢেউ। এর হাত থেকে পরিত্রাণের একমাত্র উপায় ভ্যাকসিনেশন। তাঁর কথায় ডিসেম্বর মাসের মধ্যে ৮০% মানুষের মধ্যে হার্ড ইমুইনিটি তৈরি করার জন্য প্রতিদিন ৯০ লক্ষ (৯ মিলিয়ন) মানুষকে ভ্যাকসিন দেওয়া প্রয়োজন। তিনি গত কয়েকমাসে কত মানুষ ভ্যাকসিন পেয়েছে, তার হিসেব রয়েছে তাতে। সেখানে দেখা যাচ্ছে এপ্রিল মাসের ২৫ তারিখ ভ্যাকসিন পেয়েছিলেন ২৩.৮ লক্ষ মানুষ। আর মে মাসের ১৬ তারিখে ১৭.৮ লক্ষ মানুষ অর্থাৎ মাত্র ১.৮ মিলিয়ন মানুষ ভ্যাকসিন পেয়েছেন।
@PrannoyRoyNDTV @NDTV pic.twitter.com/n8zhhN9Gw1
— Prannoy Roy (@PrannoyRoyNDTV) May 18, 2021
চরম সংকটের মধ্যে রয়েছে ভারতের ভ্যাকসিনেশন প্রক্রিয়া। ভারত সরকার ২০২১ সালের মধ্যে দুই বিলিয়ন ভ্যাকসিনেশন করবে বলে ঠিক করেছিল। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে দুই বিলিয়ন মানুষকে ভ্যাকসিন দিতে গেলে ২০২১ নয় ২০২৩ সালের ডিসেম্বর মাস হয়ে যাবে। টুইট করে এমন প্রতিক্রিয়া দিলেন এনডিটিভির সহ প্রতিষ্ঠাতা প্রণয় রায়।
Comments are closed.