নিজের রেকর্ড নিজেই ভেঙে নজির গড়লেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া

জ্যাভলিনে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন সোনার ছেলে নীরজ চোপড়া। ফিনল্যান্ডে আয়োজিত প্যাভো নুর্মি গেমসে ৮৯.৩০ মিটার দূরে জ্যাভলিন ছুঁড়লেন নীরজ চোপড়া। ২০২১ সালে টোকিও অলিম্পিক্স এ নীরজ চোপড়া জ্যাভলিন ছুঁড়েছিলেন ৮৭.৫৮ মিটার। সোনা জিতেছিলেন তিনি। এরপর নিজেই নিজের রেকর্ড ভাঙলেন তিনি। অলিম্পিক্সে তিনিই প্রথম যে ভারতের হয়ে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনা জিতেছিলেন।

জ্যাভলিনে তাঁর সর্বোচ্চ রেকর্ড ছিল ৮৮.০৭ মিটার। গত বছরের মে মাসে পাতিয়ালায় তিনি এই রেকর্ড গড়েছিলেন। এবার ফিনল্যান্ডে সেই রেকর্ড ভেঙে দিলেন। প্যাভো নুর্মি গেমসে নিজের রেকর্ড নিজেই ভাঙার পর রূপো জিতেছেন ভারতের সোনার ছেলে। ফিনল্যান্ডের অলিভার হেলেন্ডার ৮৯.৮৩ মিটার জ্যাভলিন ছুঁড়ে সোনা জেতেন।

অলিম্পিক্স র সোনা জেতার পর কয়েকমাস বিরতি নিয়ে নতুন করে অনুশীলন শুরু করেছিলেন নীরজ চোপড়া। আর এরপর ফিনল্যান্ডে গিয়েই পদক নিয়ে এলেন সোনার ছেলে।জ্যাভলিনের জগতে গোল্ড স্ট্যান্ডার্ড ৯০ মিটারকে লক্ষ্য করেই এগোচ্ছেন নীরজ বলে জানিয়েছিলেন।

Comments are closed.