নবান্নে কর্মচারীদের জন্য নতুন ক্যান্টিন; মুখ্যমন্ত্রী নাম রাখলেন ‘খাদ্য ছায়া’ 

নবান্নে কর্মীদের জন্য খুলে গেল নতুন ক্যান্টিন। নবান্নের একেবারে নীচের তলায় এই নতুন ক্যান্টিনটি করা হয়েছে। ক্যান্টিন তৈরির পর তার নামকরণের জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ করা হয়। মুখ্যমন্ত্রী নতুন ক্যান্টিনটির নাম রেখেছেন ‘খাদ্য ছায়া’। মঙ্গলবারই মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী নতুন এই ক্যান্টিনের উদ্বোধন করেন।

জানা গিয়েছে, বাঙালি খাওয়ারের পাশাপাশি ক্যান্টিনে চাইনিজ সহ হরেক রকমের খাওয়ার পাওয়া যাবে। কর্মীদের কথা ভেবে, নিরামিষ,আমিষ সব ধরণের পদই রাখা হচ্ছে। জানা গিয়েছে, মোটামুটি ৫৫ টাকা থেকে ৮০ টাকার মধ্যে খরচ পড়বে মাথা পিছু।

নবান্নে কর্মীদের জন্য ক্যান্টিন রয়েছে। তবে নতুন একটি ক্যান্টিনের প্রয়োজন ছিলই। সেই মতো নতুন ক্যান্টিন তৈরির নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এক সঙ্গে ৪৪ জন একত্রে ক্যান্টিনে বসে খাওয়াদাওয়া করতে পারবেন। পঞ্চায়েত দফতরের ‘আনন্দধারা’ প্রকল্পের আওতায় ক্যান্টিনটি পরিচালনা করা হবে। ২৫ জন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যকে এই কাজে নিয়োগ করা হয়েছে।

Comments are closed.