বিদেশে নীরব মোদীর বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের প্রায় ১২ হাজার ৬০০ কোটি টাকার দুর্নীতি মামলায় মূল অভিযুক্ত নীরব মোদীর বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করল তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। জানা গেছে, নতুন করে বাজেয়াপ্ত এই সম্পত্তির পরিমাণ প্রায় সাড়ে ৬০০ কোটি টাকা। বিদেশে নীরব মোদীর বাজেয়াপ্ত সম্পত্তির তালিকায় রয়েছে, আমেরিকায় তাঁর দুটি অ্যাপার্টমেন্ট, যার একটির মূল্য ২০০ কোটি টাকার বেশি, লন্ডনের প্রায় ৫৭ কোটি টাকা মূল্যের একটি অ্যাপার্টমেন্টও এই তালিকায় রয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে বহূ মূল্যের সব গয়না, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২২ কোটি টাকা। এর আগে মুম্বইয়ে তাঁর একটি অ্যাপার্টমেন্ট বাজেয়াপ্ত করে ইডি, যার মূল্য ছিল আনুমানিক ১৯ কোটি টাকা। পাশাপাশি তাঁর পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্টও সিজ করা হয়েছে বলে খবর, যেগুলিতে প্রায় ২৭৮ কোটি টাকা ছিল। জানা গেছে, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের আওতায় এই প্রথমে বিদেশের মাটিতে কোনও অভিযুক্তের এত টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল কোনও তদন্তকারী সংস্থা। পাশাপাশি এই আর্থিক দুর্নীতির ঘটনায় অন্যতম অভিযুক্ত আদিত্য নানাবতীর বিরুদ্ধে কেন্দ্র রেড কর্ণার নোটিশ জারির আবেদন জানিয়েছে বলে জানা গেছে।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের প্রায় ১২ হাজার কোটি টাকার জালিয়াতি ধরার পরই দেশ থেকে উধাও হয়েছেন অলঙ্কার ব্যবসায়ী নীরব মোদী ও তাঁর মামা মেহুল চোকসি।

Comments are closed.