পছন্দের সংস্থাকে সুরাহা দিতে এলআইসি, স্টেট ব্যাঙ্কের টাকা ব্যবহার করছেন প্রধানমন্ত্রী, অভিযোগ রাহুলের

ট্যুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নয়া অভিযোগ আনলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তাঁর অভিযোগ ঋণের দায়ে জর্জরিত দেউলিয়া হতে চলা পরিকাঠামো নির্মাণকারী সংস্থা আইএল  অ্যান্ড এফএস’কে সুবিধা করে দিতে চাইছেন মোদি। রাহুলের দাবি, প্রায় ৯০ হাজার কোটি টাকার দেনা রয়েছে এই পরিকাঠামো নির্মাণকারী সংস্থাটির। এবং তাদের আর্থিক সুরাহা দিতে রাহুলের ভাষায় বেল আউট দিতে এলআইসি ও স্টেট ব্যাঙ্কের টাকা কাজে লাগাচ্ছেন মোদী। রাহুলের দাবি, মোদি গুজরাতের প্রধানমন্ত্রী থাকাকালীন ২০০৭ সালে গিফট সিটি প্রকল্পের কাজ এই সংস্থাকে দেওয়া হয়, সেই কাজ এখনও শুরু হয়নি। এরপরও বিগত কয়েক বছরে দেশজুড়ে একাধিক পরিকাঠামো প্রকল্পের দায়িত্ব এই আর্থিক দেনার দায়ে জর্জরিত সংস্থাকে দেওয়া হয়েছে। রাহুলের প্রশ্ন, একটি বেসরকারি সংস্থাকে বাঁচাতে কেন এলআইসি বা স্টেট ব্যাঙ্কের মতো রাষ্ট্রায়ত্ত সংস্থার টাকায় হাত দেওয়া হচ্ছে? যেখানে মানুষ বহু কষ্ট করে রোজগার করা অর্থ সাশ্রয় করে, ভবিষ্যতের কথা ভেবে জমা রাখে। রাহুলের কটাক্ষ, আইএল  অ্যান্ড এফসি মানে ‘আই লাভ ফিন্যানসিয়াল স্ক্যাম’৷ কংগ্রেসের দাবি, বিগত চার বছরে প্রায় ৪০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সংস্থাটি, সেই টাকা কোথায় গেল, কোন খাতে খরচ হল তা খুঁজে বার করতে হবে। অন্যথায় আমেরিকার লেহম্যান ব্রাদার্সের মতো এই সংস্থার হাত ধরে দেশে আর্থিক সঙ্কট দেখা দিতে পারে।

Comments are closed.