হাইকোর্টে ধাক্কা রাজ্য বিজেপির, পুরভোটে আসছে না কেন্দ্রীয় বাহিনী 

রাজ্য বিজেপির কেন্দ্রীয় বাহিনীর আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে হাইকোর্টে মামলা দায়ের করে রাজ্য বিজেপি। বৃহস্পতিবার বিচারপতি রাজশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চে এই মামলার শুনানি হয়। এদিন শুনানি শেষে আদালত জানায়, রাজ্য পুলিশেই আস্থা রয়েছে কোর্টের, পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই। 

এদিন বিচারপতি রাজশেখর মান্থা বলেন, গত ১৩ নভেম্বর পুরভোটের নিরাপত্তা নিয়ে নির্বাচন কমিশন ও কলকাতা পুলিশ বৈঠকে যে পরিকল্পনা করেছে, তাতে আদালত সন্তুষ্ঠ। পাশাপাশি নির্বাচন কমিশনও আদালতের নির্দেশ মেনে প্রতিটি বুধে সিসিটিভি লাগানোর ব্যবস্থা করেছে। সব দিক খতিয়ে দেখে বিচারপতি মান্থা বলেন, আদালত সামগ্রিক ব্যবস্থায় সন্তুষ্ঠ। 

পুরভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে বিজেপির চার জন প্রার্থী থানায় অভিযোগ করেছিল।  এদিন বিজেপির আইনজীবী প্রার্থীদের অভিযোগের প্রসঙ্গটি তুলে বলেন, বিজেপির কর্মীরা সুরক্ষিত নন। ভোট পরবর্তী হিংসায় অনেকে এখনও বাড়ি ছাড়া। বিজেপির আইনজীবীর সওয়ালের পরিপ্রেক্ষিতে বিচারপতি বলেন, প্রার্থীদের অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নিয়েছে পুলিশ। তারপরেই রাজশেখর মান্থার তাৎপর্যপূর্ণ মন্তব্য, অভিযোগকারী চারজন প্রার্থীর মধ্যে তিন জনেরই বয়ান এক। এই বিষয়টিও পুলিশের খতিয়ে দেখা উচিত।  

Comments are closed.