ইউনেস্কোর হেরিটেজ তকমা পেয়েছে দুর্গাপুজো, শাহকে ট্যুইটে খোঁচা দিলেন অভিষেক

রাজ্যের নতুন নজির। ইউনেস্কো থেকে হেরিটেজ তকমা দেওয়া হয়েছে বাঙালির দুর্গাপুজো। আর এই খবর শেয়ার করে, এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ গেরুয়া শিবিরকে ট্যুইটে তীব্র কটাক্ষ শানিয়েছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যাবানার্জি। 

বুধবার অমিত শাহ ও বিজেপিকে উদ্দেশ্য করে অভিষেক বলেন, অমিত শাহ এবং বিজেপির সেই সমস্ত নেতাদের জন্য দু’মিনিটের নীরবতা পালন করুন যাঁরা ভোটের আগে রাজ্যে ‘ঘুরতে’ এসে হাস্যকর দাবি করেছিলেন যে, বাংলায় দূর্গা পুজো হয়না। তারপরেই ডায়মন্ড হারবারের সাংসদের তোপ, আপনাদের ধর্মন্ধতা এবং ধাপ্পাবাজির বেলুন ফেটে গিয়েছে। 

উল্লেখ, বুধবার ইউনেস্কোর তরফে জানানো হয়, বাংলার দুর্গাপুজো  উপলক্ষ্যে ধর্ম ও শিল্পের মেলবন্ধনের পাশাপাশি সমস্ত বাধা দূর করে সবাই একত্রে মিলিত হয়। ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর ১৬ তম অধিবেশনে কলকাতার পুজোকে ইনট্যানজিবেল কালচার হেরিটেজ তথা অনুভবনীয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান দেওয়া হয়েছে।    

Comments are closed.