রাজ্যপালের প্রস্তাব খারিজ; আপাতত কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই, রাজভবনকে জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন 

সোমবার রাজ্যপাল ট্যুইট করে জানিয়ে ছিলেন, পুরভোটের প্রস্তুতি এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে কী ভাবছে রাজ্য নির্বাচন কমিশন সে সম্পর্কে কমিশনের কর্তাদের থেকে বিস্তারিত তথ্য চেয়েছেন রাজ্যপাল। সূত্রের খবর, মঙ্গলবার রাজ্য নির্বাচনের তরফে রাজভবনকে জানানো হয়েছে, কলকতার পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর প্ৰয়োজন নেই। আপাতত রাজ্য এবং কলকাতা পুলিশই যথেষ্ট। 

কলকাতা পুরভোটেও কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়েছিল বিজেপি। কার্যত একই দাবি করেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও। রাজ্য নির্বাচন কমিশনের কমিশনারের সঙ্গে বৈঠকেও রাজ্যপাল জানতে চেয়েছিলেন, কেন্দ্রীয় বাহিনী নিয়ে কমিশন কী ভাবছে? সেই সঙ্গে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর প্রস্তাবও দিয়ে ছিলেন। 

এদিন নির্বাচন কমিশনের তরফে রাজভবনকে জানানো হয়েছে, রাজ্য পুলিশ পুরভোটের নিরপত্তা নিয়ে কমিশনকে যে রিপোর্ট জমা দিয়েছে তাতে কমিশন সন্তুষ্ট। যে সংখ্যক কলকাতা ও রাজ্যপুলিশ পুরভোটে মোতায়েন থাকবে তা নিরাপত্তার জন্য যথেষ্ট। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই মত রাজ্য নির্বাচন কমিশনের। 

Comments are closed.