বিধ্বংসী ছন্দে ফ্রান্স, স্বপ্নের উড়ান মরক্কোর; এ সেমিফাইনাল ‘জয়’ বনাম ‘বীরুর’ও 

কালজয়ী হিন্দি ছবি শোলের ‘জয়-বীরু’কে মনে আছে ? পর্দায় অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্রর বন্ধুত্বের কথা এখনও অনেকের মুখে মুখে ঘোরে। এ যেন খানিকটা তেমনই তবে পর্দার নয় বাস্তবের। এ বন্ধুত্বের শুরু প্যারিসের ফুটবল মাঠে। কিলিয়ান এমবাপে, আশরাফ হাকিমি। একজন বিশ্বের অন্যতম দামি খেলোয়াড়, গতবারের মতো এবারেও দুরুন্ত ফর্মে রয়েছেন। ফ্রান্সের জার্সি গায়ে ইতিমধ্যেই পাঁচটি গোল করে দিয়েছেন। গোল্ডেন বুটের দৌড়ের এক্কেবারে প্রথম সারিতে। আর অন্যজন দেশের জার্সি গায়ে সারা বিশ্বকে অবাক করে দিয়েছেন। যাঁকে খোদ এমবাপে বলেছেন, বিশ্বের সেরা রাইটব্যাক। আর দুই অভিন্ন হৃদয় বন্ধুই বুধবার মাঝরাতে এক্কেবারে সম্মুখ সমরে। আর ফুটবল দুনিয়ার এই ‘জয়-বীরুর’ লড়াই দেখতে মুখিয়ে গোটা বিশ্বের ফুটবল প্রেমীরা।  

হাকিমি এবং এমবাপে দু’জনেই প্যারিস সেইন্ট জার্মেইনে’র হয়ে খেলেন। মাঠে তো বটেই মাঠের বাইরেও তাঁদের এক সঙ্গে সময় কাটাতে দেখা যায়। সোশ্যাল মিডিয়া খুললেই একসঙ্গে দুজনের একাধিক ছবি মিলবে। কাতারে বিশ্বকাপ খেলতে এসেও সেই বন্ধুতে ছেদ পড়েনি। মাঝে একদিন ফরাসি শিবির থেকে মরোক্ক শিবিরে গিয়ে বন্ধুর সঙ্গে দেখা করে এসেছেন এমবাপে। অন্যদিকে কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে হারিয়ে এমবাপেকে উদ্দেশ্য করে ট্যুইটে হাকিমি লিখেছেন, ‘বন্ধু তাড়াতাড়ি আমাদের দেখা হচ্ছে।’

চমকের আরও বাকি রয়েছে। ফরাসি তারকা এমবাপে এবং হাকিমিকে মাঠের একই দিকে দেখা যাবে। যাকে বলে এক্কেবারে সম্মুখ সমরে। ফ্রান্সের লেফ্ট উইং থেকে মরোক্কোর গোলপোস্ট লক্ষ্য করে ছুটে যাবেন  এমবাপে। আর তাঁকে রুখতে মরোক্কোর রাইটব্যাকের ভূমিকায় দাঁড়িয়ে থাকবেন হাকিমি। 

প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেমি ফাইনাল খেলেছে মরোক্ক। অন্যদিকে পর পর দু’বারের বিশ্বকাপ জিতে ব্রাজিলকে ছুঁয়ে ফেলার লক্ষ্যে ফ্রান্স। আর এরমধ্যেই বুধবার মাঝরাতে দুই হরিহর আত্মার লড়াইয়ের স্বাক্ষী থাকবে কাতারের আল বায়াত স্টেডিয়াম।  

   

Comments are closed.