এবার ভারতে হানা ওমিক্রনের, দেশের কোথায় মিলল করোনার এই নতুন রূপ? 

এবার ভারতেও মিলল করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে এমনটাই খবর। কর্ণাটকের দু’জনের শরীরে ওমিক্রন ভাইরাসের সন্ধান মিলেছে। এই খবর প্রকাশ্যে আসার পর গোটা দেশে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, অধিক বিপদজনক দেশগুলির সঙ্গে বিমান পরিষেবা বন্ধ করতে পারে নয়া দিল্লি।  

বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লাভ আগারওয়াল সাংবাদিক বৈঠক করে জানান, দক্ষিণ আফ্রিকা ফেরত দুই ব্যবসায়ীর শরীরে এই বিপদজনক ভাইরাসের নমুনা পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, কর্ণাটক সরকারের তরফে ৯৩ জন বিদেশ ফেরত নাগরিকের করোনা পরীক্ষা করা হয়। তাতেই ওই দুই ব্যবসায়ীর ওমিক্রন আক্রান্ত বলে জানা গিয়েছে। আক্রন্ত দু’জনের এক জনের বয়স ৬৬ বছর এবং আরেকজনের বয়েসের ৪৬ বছর। বর্তমানে দুজনেই কোয়ারেন্টাইন রয়েছেন। তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল। 

চিকিৎসকেদের একাংশের মতে, করোনা ভাইরাসের থেকেও ওমিক্রনের সংক্রমণ ক্ষমতা অনেক বেশি। দ্রুত ছড়িয়ে পড়তে পারে এই ভাইরাস। স্বাস্থ্যন্ত্রকের তরফে এদিন বলা হয়, করোনার মতোই এই ভাইরাস মোকাবিলা করতে মাস্ক অত্যন্ত জরুরি। এছাড়াও বদ্ধ জায়গার বদলে খোলামেলা জায়গায় থাকার পরামর্শ দেওয়া হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের তরফে। পাশাপাশি আতঙ্কিত না হয়ে দেশবাসীকে দায়িত্বশীল হওয়ার বার্তা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লাভ আগরওয়াল। বর্তমানে গোটা বিশ্বে ২৩ টি দেশে ৩২৩ জন ওমিক্রন আক্রান্ত রয়েছেন।    

Comments are closed.