আমি কোনও দলের নয়, তৃণমূলেও যেতে পারি; ভোটের দিনই বিস্ফোরক দাবি কংগ্রেস প্রার্থী জইদুরের!

দলবদল বাংলার রাজনীতিতে এখন অতি পরিচিত একটি বিষয়। নেতাদের শিবির পরিবর্তনে এখন আর আমজনতা তেমন অবাক হন না। কিন্তু, এক্কেবারে ভোটের দিনই এক দলের প্রার্থী বলছেন ভোট জেতার পর তাঁর প্রতিপক্ষ দলে গিয়েও তিনি যোগ দিতে পারেন, এমন নজির সাম্প্রতিক সময় দেখা যায়নি।

সামসেরগঞ্জের কংগ্রেস প্রার্থী জইদুর রহমান ভোটের দিনই জানিয়ে দিলেন মানুষের স্বার্থে তিনি তৃণমূলেও যেতে পারেন। অথচ নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধেই লড়ছেন তিনি। তাঁর সাফ কথা, তিনি কোনও দলের নন, মানুষের স্বার্থেই তিনি কংগ্রেসের টিকিটে ভোটে লড়ছেন। তাই মানুষের কাজ করতে ভোটের পরে তৃণমূলেও যেতে পারেন তিনি। কংগ্রেস প্রার্থীর এধরনের চাঞ্চল্যকর দাবি ঘিরে ইতিমধ্যেই নানান আলোচনা শুরু হয়েছে।

ভবানীপুরের উপনির্বাচনের পাশাপাশি মুর্শিদাবাদের সামসেরগঞ্জ এবং জঙ্গিপুরেও বৃহস্পতিবার ভোট হচ্ছে। সামসেরগঞ্জে কংগ্রেস প্রার্থী করেছে জইদুর রহমানকে। যদিও প্রার্থী হওয়ার পরেও ভোটে লড়বেন না বলে তিনি বেঁকে বসেছিলেন। শেষে শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপে ভোট ময়দানে নেমেছেন। তাঁর বিরুদ্ধে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন আমিরুল ইসলাম।

উল্লেখ্য, জইদুরের দাদা খলিলুর রহমান তৃণমূলের জেলা সভাপতি এবং জঙ্গিপুর লোকসভার সাংসদ। অনেকের মতে, সেই কারণেই প্রথমটায় কংগ্রেসের প্রার্থী হতে চাননি জইদুল। কংগ্রেস ছাড়ার ইঙ্গিত দিলেও ‘হাত’ চিহ্নে নিজের জয়ের ব্যাপারে ১০০% নিশ্চিত জইদুর।

Comments are closed.