সপ্তাহের শুরুর দিনেই মেট্রো বিভ্রাট। সোমবার সকালে মেট্রোতে এসি বিকল হয়ে যাত্রী ভোগান্তি। যার জেরে স্টেশনে নেমে বিক্ষোভ দেখালেন নিত্যযাত্রীরা। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী মেট্রো বেলগাছিয়া স্টেশন ছাড়ার পরই এসি বিকল হয়ে যায়। এই অবস্থায় ট্রেনটি আসে শ্যামবাজার পর্যন্ত। এরপর নামিয়ে দেওয়া হয় সব যাত্রীদের। দীর্ঘক্ষণ বন্ধ থাকে মেট্রো চলাচল। সকালের অফিস টাইমে সমস্যায় পড়েন যাত্রীরা। শ্যামবাজার স্টেশনে কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখান নিত্যযাত্রীরা। দীর্ঘক্ষণ পর মেট্রো চলাচল শুরু হলেও ভিড় হতে শুরু করে।
শ্যমবাজারে এই বিক্ষোভের জেরে অন্যান্য স্টেশনেও প্রভাব পড়ে। দেরীতে চলে সব মেট্রো। ব্যাপক ভিড় দেখা দেয়। যার জেরে মেট্রোতে উঠতে সমস্যায় পড়েন যাত্রীরা। এই বিষয়ে রেলের সিপিআরও একলব্য চক্রবর্তী জানিয়েছেন, ট্রেনের এসি বিকল হয়েছিল একটা সময়। কিন্তু খুব শীঘ্রই সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে।
যাত্রীদের অভিযোগ, এসি রেক বাতিল হওয়ার পর থেকেই ট্রেনে এসি বিকল নিত্য সমস্যা। এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিক রেল, দাবি জানিয়েছেন নিত্য যাত্রীরা।
Comments are closed.