অভিষেক ব্যানার্জির জন্মদিন উপলক্ষ্যে সোমবার থেকে হাওড়ায় চালু হয়েছে ‘দুয়ারে চিকিৎসক’

সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির জন্মদিনে দুয়ারে চিকিৎসক পরিষেবা শুরু করল হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্ব।

কেক কেটে জন্মদিন পালন করার পাশাপাশি এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিয়ে আসা হয়। চিকিৎসকদের সঙ্গে নিয়ে এলাকার বিভিন্ন বাড়ি বাড়ি যান তৃণমূল নেতৃত্ব। মানুষের স্বাস্থ্য সংক্রান্ত খবরাখবর নেন। দুটি মেডিক্যাল কলেজ থেকে চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাঁদের আহ্বান জানানো হয়। এই বিষয়ে এক চিকিৎসক জানান, এই উদ্যোগ মানুষের বেশ উপকার করবে। এই সময় ডেঙ্গি ও ম্যালেরিয়া নিয়ে মানুষকে সচেতন করা যাবে। যেকোনো রাজনৈতিক দল যদি এই উদ্যোগ নেয়, তবে মানুষের উপকার হবেই বলে জানিয়েছেন চিকিৎসকরা। স্থানীয় তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী কয়েকদিন চলবে এই পরিষেবা। এলাকার প্রতিটি ওয়ার্ডে চিকিৎসকরা মানুষের বাড়ি যাবেন। এক এলাকাবাসীর কথায়, মেয়ের হওয়ার এসেছিল, ডাক্তারের কাছে যাওয়ার মতন শরীরের অবস্থা ছিল না ওর। কিন্তু দেখলাম বাড়িতে ডাক্তারবাবু এসে হাজির। এই উদ্যোগ সত্যি ভালো।

‘দুয়ারে সরকার’ ক্যাম্পেই এবার থেকে মিলবে দাঁতের চিকিৎসা। বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানাল রাজ্য স্বাস্থ্য দফতর। অর্থাৎ এবার থেকে সরকারি বিভিন্ন কাজের পাশাপাশি ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে একদম বিনা পয়সায় মিলবে দাঁতের চিকিৎসাও। প্রত্যন্ত গ্রামের মানুষও যাতে সহজেই দাঁতের চিকিৎসা পেতে পারেন, সেই কারণেই এই সিদ্ধান্ত রাজ্যের স্বাস্থ্য দফতরের।

Comments are closed.