একই দিনে দুই দেশের প্রধানের সঙ্গে কথা বলবেন মোদী, আলোচনার মাধ্যমে সমাধানের ইঙ্গিত

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতিতে ফের দুই দেশের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার দ্বাদশ দিনে পড়ল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এরমধ্যেই সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলবেন ভারতের প্রধানমন্ত্রী। এর আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশ্বের শক্তিশালী নেতা বলে উল্লেখ করে মধ্যস্থতার পরামর্শ দিয়েছিলেন ইউক্রেনের বিদেশমন্ত্রী। এরপরেই ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন মোদী। রাশিয়ার প্রেসিডেন্টে সঙ্গেও আগেও দুইবার কথা বলেছেন মোদী। শেষ কথা বলেছিলেন ২ মার্চ। ইউক্রেনে আটকে থাকা পড়ুয়াদের দেশে ফেরাতে পুতিনের সাহায্য চেয়েছিলেন মোদী।

এরমধ্যে রাষ্ট্রসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোটাভুটিতে বিরত ছিল ভারত। অন্যদিকে ‘অপারেশন গঙ্গা’ কর্মসূচীর মাধ্যমে ইউক্রেনে আটক থাকা ভারতীয় পড়ুয়াদের ফিরিয়ে আনছে ভারত। ভারতীয় সময় বেলা সাড়ে ১২টা থেকে ইউক্রেনের খারকিভ, মারিপুল এবং সুমি শহরে যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। জানা গিয়েছে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর অনুরোধেই এই সিদ্ধান্ত নিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন।

Comments are closed.