ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তর ও দক্ষিণবঙ্গে; বেশ কয়েকটি জেলায় কমলা সতর্কতা জারি করল আবহাওয়া দফতর 

দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে রাজ্যে। বিশেষ করে ভারী বর্ষণের পূর্বাভাস থাকায় উত্তরবঙ্গের কয়েকটি জেলায় কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে বুধবার থেকে দক্ষিণবঙ্গেও আবহাওয়ার পরিবর্তনের কথা জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতি এবং শুক্রবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। 

মঙ্গলবার অর্থাৎ আজ থেকেই উত্তরবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি বাড়বে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় বুধবারও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারও পরিস্থিতি একই রকম থাকবে বলে খবর। চলতি সপ্তাহজুড়েই উত্তরবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি বেড়ে চলবে বলে খবর। 

বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি বাড়বে বলে খবর। কলকাতা সহ সংলগ্ন সব জেলাতেই বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে বলে জানা গিয়েছে। যদিও অদ্রতাজনিত অস্বস্তি থাকছেই। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ আশেপাশের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। 

Comments are closed.