ওভারহেডের তার ছিড়ে বিপত্তি, শিয়ালদা-নামখানা ডাউন লাইনে ট্রেন চলাচল দীর্ঘক্ষণ বন্ধ

সকালেই ওভারহেডের তার ছিড়ে যায় লক্ষ্ণীকান্তপুরের কাছে। এরফলে শিয়ালদা-নামখানা ডাউন লাইনে ট্রেন চলাচল দীর্ঘক্ষণ বন্ধ হয়ে যায়। সোমবার সপ্তাহের শুরুতেই চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। এদিন সকাল ১০ টা নাগাদ লক্ষ্মীকান্তপুরের কাছে রেলের ওভারহেডের বিদ্যুৎ সংযোগের তার ছিড়ে যায়। বেলা ১২.৩০ পর্যন্ত ঠিক হয়নি লাইন। শিয়ালদহ থেকে অন্যান্য ট্রেনগুলি দেরিতে ছাড়ে। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেন।

রেলের তরফে জানানো হয়, সকাল থেকে বৃষ্টির জেরে শিয়ালদা-নামখানা লাইনে লক্ষ্মীকান্তপুরের কাছে রেলের ওভারহেডের তার ছিড়ে যায়। ভোগান্তির শিকার এক নিত্যযাত্রীর কথায়, দীর্ঘক্ষণ ধরে ট্রেন ধরেছি শিয়ালদহ থেকে। মাঝপথে বারুইপুরে আটকে পড়েছি।

উল্লেখ্য, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে রবিবার থেকে শুরু হয়েছে বৃষ্টি। সোমবার সকালেও টানা বৃষ্টি হয়। সকাল থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মঙ্গলবারও। হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতায়। এর ওপর শিয়ালদা-নামখানা শাখায় ওভারহেডের তার ছিড়ে চরম হয়রানির শিকার হন নিত্য যাত্রীরা।

Comments are closed.